সর্বোচ্চ মৃত্যু ২১২ জনের কার কত বয়স

  বাংলাদেশে করোনাভাইরাস
  • নিউজ ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ষাটোর্ধ্ব বয়সের আছেন ৯০ জন।

এছাড়া বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ১১ থেকে ২০ বছরের ২ জন, ২১ থেকে ৩০ বছরের ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪০ জন এবং ৫১ থেকে ৬০ বছরের ৫৬ জন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (০৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ৬১৩টি পরীক্ষাগারে ৩৬ হাজার ৫৮৬টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জন।

বিজ্ঞাপন

বিভাগওয়ারি মৃতের সংখ্যায় বলা হয়েছে, ঢাকা বিভাগে ৫৩ জন, চট্টগ্রামে ২৬ জন, রাজশাহীতে ২৩ জন, খুলনায় ৭৯ জন, বরিশালে ৫ জন, সিলেটে ৬ জন, রংপুরে ১২ জন এবং ময়মনসিংহে ৮ জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬০ জন, বেসরকারি হাসপাতালে ৩৬ জন এবং বাসাতে ১৬ জন।