খুলনা বিভাগে আরও ৪৮ জনের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৮ জন মারা গেছেন। এই সময়ে ১ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (১০ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে খুলনায়, কুষ্টিয়ায় ৯ জন, যশোরে ১২ জন, ঝিনাইদহে ৬ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, মেহেরপুরে ৩ জন এবং  বাগেরহাট ২ জুন, নড়াইল, সাতক্ষীরা ও মাগুরায় একজন করে মারা গেছেন।

বিজ্ঞাপন

এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৩ হাজার ১৯২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৪১ জন।