মেহেরপুরে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৪

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মেহেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৯৮টি নমুনা পরীক্ষা করে ১৫৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়।  

বুধবার (১৪ জুলাই) জেলা সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, ১৫৪ জন পজিটিভ রোগীর মধ্যে সদরে ৬৯, গাংনী ৭২ ও মুজিবনগরের ১৩ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে জেলায় মোট পজিটিভ রোগীর সংখ্যা ৮৫৫। 

এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেছেন মুজিবনগরের ভবেরপাড়া গ্রামের বেলাল হোসেন (৪৫), আমঝুপি গ্রামের রেজিয়া খাতুন (৭০) ও গাংনী পূর্বমালসাদহ গ্রামের আকলিমা খাতুন (৭০)। আর নিজ বাড়িতে মারা গেছেন করোনা আক্রান্ত মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের রমেজ উদ্দীন (৭০)।

বিজ্ঞাপন