মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৭, মৃত্যু ৪
বাংলাদেশে করোনাভাইরাসমানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৩০১টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২৮.৯ শতাংশ। এসময় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন।
বুধবার (১৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত ৮৭ জনের মধ্যে মানিকগঞ্জে সদরে ২৯ জন, সিংগাইরে ২০ জন, সাটুরিয়ায় ১১জন, শিবালয়ে ৯ জন, হরিরামপুরে ৯ জন, ঘিওরে ৮ জন ও দৌলতপুর উপজেলায় ১ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৫ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ২৭৫ জনের দেহে। এরমধ্যে দুই হাজার ৪৬২ জন সুস্থ হয়েছেন। অন্যরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১জন।
মানিকগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কাজী একেএম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির আওতাধীন ১০০-শয্যা বিশিষ্ট কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন। এদের মধ্যে পজিটিভ রোগী রয়েছেন ৬৭ জন এবং আইসোলেশনে রয়েছেন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন এবং ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪৮ জন।