ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো ও ১২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ২২৪ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনায় এবং ৫ জন করোনা উপসর্গ নিয়ে মোট ১২ জনের মৃত্যু হয় ।

বিজ্ঞাপন

ময়মনসিংহ সদরের মকবুল মিয়া (৮২), হেদায়েত উল্লাহ (৭০), তাহামিনা আক্তার (৬০), প্রতিমা রানী (৭২), ফুলবাড়িয়া উপজেলার আব্দুল মান্নান (৬৫) ও ভালুকার তারা মিয়া (৫০) এবং গফরগাঁওয়ের সুমন মিয়া (৩২)।

করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন -ময়মনসিংহ সদরের জাইমা নুর নাশরা (১৬), ইসহাক (৭৫), হালুয়াঘাট উপজেলার ইমদাদুল হক (৫৫), নেত্রকোনার কেন্দুয়ার শহর বানু (৬৫) ও মদনের মজনু রহমান (৮৫)।

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১২৩৫ টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে আরটি পিসিআর টেস্টে ১১২ এবং এন্টিজেন টেস্টে ১১২ মোট ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।জেলায় আক্রান্তের ১৮ দশমিক ১৩ শতাংশ.