কুষ্টিয়ায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪১

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনায় ও পাঁচ জন উপসর্গ নিয়ে মারা যান।

একই সময়ে ৫১১টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ।

বিজ্ঞাপন

সোমবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন বলেন, 'করোনায় ও উপসর্গ নিয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৫৬ জন।'

বিজ্ঞাপন

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ২৪১ জন ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭৭০ জন।

এর আগের ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১১ জন করোনায় ও একজন উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে ৪৯৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২২ দশমিক ৮৪ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪৯ জন এবং মারা গেছেন ৬৩০ জন।

এদিকে, ১৮তম দিনের মতো জেলায় কঠোর বিধিনিষেধ চলছে। প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে জেলার শিল্পকারখানাগুলো চালু রয়েছে। কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। জেলার শপিংমল, হোটেল, রেস্তোরাঁ দোকানপাট বন্ধ থাকলেও মানুষ শহরে প্রবেশ করছে। শহরের প্রবেশ পথগুলোতে ব্যরিকেড দিয়ে মানুষের প্রবেশ আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।