বরিশালে নতুন করে আক্রান্ত ৩৮৯, মৃত্যু ১৩ 

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন।  এসময় করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে সাতজন সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

বিজ্ঞাপন

এসময় তিনি জানান, সর্বশেষ আক্রান্ত নিয়ে বরিশাল বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩৯ হাজার ৭৪২ জন, সুস্থ হয়েছেন ২২ হাজার ৪৩৪ জন আর মৃত্যু হয়েছে ৫৬৯ জনের।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৫২ জন নিয়ে মোট ১৬ হাজার ৩২৩ জন, পটুয়াখালীতে নতুন ৪৪ জন নিয়ে মোট ৫ হাজার ৪৩৫ জন, ভোলায় নতুন ১৩৩ জনসহ মোট ৫ হাজার ৩০৯ জন, পিরোজপুরে নতুন ২০ জনসহ মোট ৪ হাজার ৮৯৪ জন, বরগুনায় নতুন ১৬ জনসহ মোট ৩ হাজার ৪১৬ জন ও ঝালকাঠিতে নতুন ২৪ জন নিয়ে মোট ৪ হাজার ৩৬৫ জন রয়েছেন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। আর করোনায় বরিশালে একজন,পটুয়াখালীতে একজন ও ভোলায় চার জনের মৃত্যু হয়েছে।