কুষ্টিয়ায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬২

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এপর্যন্ত করোনায় মোট ৬৯৩ জনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

এছাড়াও ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে আরও নতুন ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৪৫ শতাংশ। এই সময়ে আরও ১৬৬ জন সুস্থ হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে, নির্ধারিত ২শ’ বেডের অনুকূলে বর্তমানে ভর্তি আছে ১৫৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১১৩ জন। ৪৪ জনের উপসর্গ আছে। অধিকাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, এক সপ্তাহে কুষ্টিয়ায় করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৭ হাজার ১শ’ ১৫ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩শ’ ৬৫ জন।