‘রিমাল’ এখন যশোরে

  ঘূর্ণিঝড় রিমাল
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘রিমাল’এখন যশোর ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।

সোমবার (২৭ মে) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘রিমাল’ ক্রমশ দুর্বল হয়ে আরো উত্তর-পূর্বদিকে এগিয়ে যাচ্ছে। তবে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এটি আরো বৃষ্টিপাত ঝরিয়ে ‘স্থল নিম্নচাপ’-এ পরিণত হবে।

এদিকে, পায়রা ও মোংলা নদীবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজার ও চট্টগ্রাম নন্দীবন্দরকে ৯ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে মাছধরার ট্রলার ও নৌকাকে মঙ্গলবার (২৮ মে) সকাল ৮টা পর্যন্ত নিরাপদে অঞ্চলে অবস্থান করতে বলা হয়েছে।