‘ফু’ দিয়েই সব রোগের চিকিৎসার নামে প্রতারণা: সিভিল সার্জনের পরিদর্শন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি: কথিত শামীম কবিরাজের সাথে সিভিল সার্জন

ছবি: কথিত শামীম কবিরাজের সাথে সিভিল সার্জন

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর পশ্চিমপাড়া গ্রামের শামীম হুজুর। কয়েক বছর ধরে তাকে হুজুর হিসেবে চিনলেও তার নাম এখন শামীম কবিরাজ। এক ‘ফু’ দিয়েই জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিচ্ছেন। যদিও এর বিনিময়ে ফি না নেয়ার কথা বলছেন তবু কৌশলে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা।

টাকা নিজের কোনো টাকার চাহিদা নেই বলে জানিয়েছেন শামীম কবিরাজ, তার এই কৌশলের ফলে এতে করে প্রতিনয়ত বাড়ছে রোগীর সংখ্যা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: মো আকুল উদ্দিন ঐ গ্রামে কথিত কবিরাজের বাড়িতে পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পান।

এসময় তিনি দেখতে পান কবিরাজ সাধারণ মানুষকে পানি/ঝাঁড় ফুকের মাধ্যমে সকল রোগের চিকিৎসা সেবা দিচ্ছেন যা চিকিৎসা বিদ্যা বহির্ভূত এবং এর মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন। সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এবং জেলা পুলিশের সার্বিক সহোযোগিতায় শামীম কবিরাজকে তার কর্মকান্ড বন্ধ রাখতে বলা হয় এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো সাজ্জাদ হোসেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা: মো আকুল উদ্দিন জানান, নারী-পুরুষকে সামনে নিয়ে ‘ফু’ দিয়েই প্রায় কয়েক বছর ধরে সব রোগের চিকিৎসার নামে প্রতারণা করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এতে করে সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছিলো লাখ লাখ টাকা।

স্থানীয়রা জানান, শামীম কবিরাজ বিভিন্ন এলাকায় দালাল ঠিক করে করেছেন। তাদের মাধ্যমে সব রোগের চিকিৎসার প্রচার চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় গিয়ে নিজেরাই তার কাছ থেকে চিকিৎসা নিয়ে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেয়েছেন বলেও প্রচারণা করছেন। এসব কথা শুনে কুষ্টিয়া জেলাসহ অনেক জেলা ও উপজেলা থেকে সহজ-সরল মানুষেরা ছুটে আসেন তার কাছে। তার রোগীদের বেশিরভাগই নারী এবং সুযোগ বুঝে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

বিষয়টি নিয়ে কবিরাজ শামীম বলেন, ‘আল্লাহর দয়ায় আমি কবিরাজ হয়েছি। জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিচ্ছি। সবাই আমার চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন। প্রতিদিন রোগীদের সংখ্যা বেড়েই চলেছে। টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘যে যা দেয় তা হাত দিয়ে ধরি। আমার কোনো চাহিদা নেই।’

এদিকে কবিরাজের অনুসারীরা অবশ্য জানান, গত দুবছর ধরে তিনি এক অজানা শক্তির আশীর্বাদ পেয়ে বাড়িতে বসে এমন চিকিৎসা দিয়ে আসছেন। ‘ফু’ দিয়ে তিনি যৌন রোগ, নিঃসন্তানে সন্তান, ডায়াবেটিস, কিডনি, ব্যথাসহ জটিল ও কঠিন রোগ ভালো করছেন। তিনি চিকিৎসা বাবদ কোনো টাকা নেন না। তবে খুশি মনে যে যা পারেন তাই কবিরাজকে দেন।

বন্ধুকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

ফেনীতে অপহরণের একদিন পর বন্ধুর ভাড়া বাসা থেকে মোহাম্মদ রায়হান রানা (২২) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) দিবাগত রাতে জেলার দাগনভূঞা পৌরসভার সাতবাড়িয়া জামে মসজিদ এলাকার লাতু মিয়ার কলোনী থেকে তাকে উদ্ধার করা হয়।

মামলার এজহার সূত্রে জানা গেছে, রায়হানকে অপহরণ করে তার এক বন্ধুসহ তাদের একটি চক্র রায়হানের বাবার কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় তাকে বন্ধুর ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছ পুলিশ। চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

এর আগে অপহৃত যুবকের বাবা মো. বেলাল বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন। অপহৃত রায়হান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরকলাকোপা গ্রামের মোহাম্মদ বেলালের ছেলে। তিনি চট্টগ্রামে মাছ ধরা ট্রলারে কাজ করেন।

গ্রেফতারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম পিন্টু (৩৪), ফখরুল ইসলাম (৩৩), আল জাবের (২৫), আজমীর হোসেন হৃদয় (২৬) এবং টিটু দাশ (৩৩)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছুটি কাটিয়ে গত মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টার দিকে রামগতি থেকে চট্টগ্রামের কর্মস্থলে যোগ দিতে গাড়িতে উঠেন রায়হান। যাত্রাপথে রায়হান মুঠোফোনে ফেনীর দাগনভূঞার এক বন্ধুর সঙ্গে চট্টগ্রামে যাওয়ার ব্যাপারে কথা বলেন।

ওই বন্ধু তাকে দাগনভূঞা নেমে ভাত খাওয়ার দাওয়াত দেন। তার কথা অনুযায়ী দুপুর ১টায় রায়হান দাগনভূঞা বড় মসজিদের সামনে বাস থেকে নেমে তার সাথে দেখা করেন। পরে ওই বন্ধু তাকে ভাত খাওয়ানোর জন্য সাতবাড়িয়া মসজিদের বিপরীতে নিজের ভাড়া বাসায় নিয়ে একটি কক্ষে আটকে ফেলেন।

ওই সময় কক্ষে অবস্থান করছিল অন্যান্য অপহরণকারীরাও। পরে রায়হানের মোবাইল ফোন থেকে তার বাবার সঙ্গে কথা বলে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

পরদিন (৩ জুলাই) বিকেল ৫টার দিকে তাদের কথামতো রায়হানের বাবা ও নিকটাত্মীয় শাহেনাজ দাগনভূঞার জিরো পয়েন্টে এসে পৌঁছালে এ সময় ওই এলাকায় টহলরত দাগনভূঞা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীরকে দেখতে পেয়ে তার কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে সহযোগিতা চান তারা। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

;

সাংবাদিককে 'হাড্ডি' ভেঙে ফেলার হুমকি, সাবেক এমপির বিরুদ্ধে মামলা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের সাবেক সাংসদ ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে হাড্ডি ভেঙে ফেলার হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন স্থানীয় এক সাংবাদিক।

বৃহস্পতিবার (৪ জুলাই) বাঁশখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে মামলাটি করেন বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী। তিনি স্থানীয় দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বাঁশখালী উপজেলা প্রতিনিধি।

আদালত অভিযোগ আমলে নিয়ে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোশাররফ হোসাইন খাঁন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী ছিলেন সাংবাদিক শফকত হোসাইন চাটগামী। বাদী শফকত চাটগামীর জনশক্তি কম থাকার সুযোগ নিয়ে আসামি মোস্তাফিজের স্বার্থে কাজ করার জন্য এজেন্ট নিয়োগের প্রস্তাব দেয়। অপরদিকে শফকত হোসাইন চাটগামীসহ সবাই নির্বাচনের ফলাফল মেনে নিলেও মোস্তাফিজ অজানা কারণে ফলাফল প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে শফকত হোসাইন চাটগামীকে সাথে নিয়ে মোস্তাফিজ হাইকোর্টে মামলা করার প্রস্তাব দিলে তিনি সেই প্রস্তাব মেনে নেননি। শফকত হোসাইন চাটগামী ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় মোস্তাফিজ তাকে তখন থেকে শত্রু ভাবতে শুরু করেন।

গত ২৯ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, ‘সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বুঝাতে চেষ্টা করেছেন নিজের বাড়ি না করে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান দলীয় কার্যালয় নির্মাণ করেছেন। অথচ এটি সম্পূর্ণ মিথ্যা ও ভণ্ডামি। দলীয় কার্যালয় নির্মাণে সাবেক এমপি ব্যাপক চাঁদাবাজি করেছেন। খানখানাবাদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার ৭ লাখ টাকা, সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী ৮ লাখ টাকা, চেয়ারম্যান ইবনে আমিন ৫ লাখ টাকা, পুকুরিয়ার আওয়ামী লীগ নেতা মাহবু্ব আলী ১১ লাখ টাকা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী ৩৪ লাখ টাকা দিয়ে অফিস সংলগ্ন ছড়ায় গাইড ওয়াল নির্মাণ করে দেন। এভাবে আরও বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন সাবেক এমপি মোস্তাফিজ।’

এই বক্তব্যের সূত্র ধরে সাংবাদিক শফকত হোসাইন চাটগামী একটি প্রতিবেদন প্রকাশ করেন। এরই জের ধরে গত ৩০ জুন ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন মোস্তাফিজ। এসময় মোস্তাফিজ ফোন করে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীকে বলেন, ‘এগুলো কী লিখছস?’ জবাবে সাংবাদিক শফকত হোসাইন চাটগামী বলেন, ‘আমি তো নিজ থেকে কিছু বানিয়ে লিখি নাই। গফুর সাহেব মিটিংয়ে যা বলছে, তা লিখছি আর কি।’ এরপর মোস্তাফিজ বলেন, ‘তোর মায়ের... লিখছস খাং...পোলা। আমি আসতেছি। সু..নির পোলা... আমি ঢাকা থেকে আসলে তোর হাড্ডি-মাংস ভেঙে ফেলবো।’

বাদীর আইনজীবী মোশাররফ হোসাইন খাঁন বলেন, শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে বাঁশখালী থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তবে এবিষয়ে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বক্তব্য জানতে পারেনি প্রতিবেদক।

মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে ২০১৪ সাল থেকে টানা দুবারের সংসদ সদস্য ছিলেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের কাছে পরাজিত হন। অবশ্য ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে নির্বাচন কমিশন মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে। এর আগে বাঁশখালী থানা কার্যালয়ে হাজির হয়ে মোস্তাফিজুর ওসি তোফায়েল আহমদের দিকে তেড়ে যান। এ কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছিল। তবে নির্বাচনে মুজিবুর রহমান ৫৭ হাজারের বেশি ভোটে জিতেছিলেন।

মোস্তাফিজুর রহমানের কটূক্তি এবার প্রথম নয়। এর আগে মোস্তাফিজুর রহমান সংসদ সদস্য থাকার সময় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েও কটূক্তি করেন। তখনো গাড়িতে বসে করা কটূক্তির ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া প্রকাশ্যে পিস্তল হাতে মিছিল করেও সমালোচিত হন তিনি।

;

চুয়াডাঙ্গায় সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, আহত ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষ্ণপুরে ত্রিফসলি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে দুই গ্রুপের মধ্যে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কৃষকসহ দুইজন জখম হয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় রায়পুর ইউপি চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেনের দলীয় অফিস। বর্তমানে ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রায়পুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কৃষ্ণপুর গ্রামের মৃত ছনু বিশ্বাসের ছেলে কৃষক ওসমান গনি (৫০) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কীটনাশক ব্যবসায়ী ফারুক হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর মাঠে তিন ফসলি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ প্রকল্পের জন্য বৃহস্পতিবার সরেজমিনে তদন্তে আসেন চার সদস্যের একটি দল। এসময় কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। কৃষকদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিক্ষোভকারীরা। এরই জের ধরে সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলায় আহত কীটনাশক ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ‘সন্ধ্যায় রায়পুর বাজারে আমার দোকানে বসেছিলাম। এসময় স্থানীয় চেয়ারম্যান মির্জা তাহাজ্জতের দুই ছেলে সবুজ মির্জা ও সাচ্চু মির্জাসহ আরও কয়েকজন দোকানে ঢুকে আমাকে রড দিয়ে আঘাত এবং দোকান ভাঙচুর করে চলে যায়। মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

আহত কৃষক ওসমান গনি বলেন, ‘সকালে কৃষ্ণপুর গ্রামে ত্রিফসলি জমি নিয়ে কৃষকদের আন্দোলনে আমি ছিলাম। বিকেলে রায়পুর বাজারে এলে চেয়ারম্যানের দুই ছেলের নেতৃত্বে কয়েকজন এসে আমার ওপর হামলা করে।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবাহ বিন মজিদ বলেন, ‘দুইজন জখম হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে একজন ওখান থেকে সেলাই দিয়ে এসেছে। অন্যজনের মাথায় আমরা কাটা দেখেছি। আপাতত তারা ভালো আছে। তবে সিটি স্ক্যান ব্যতীত আসলে কিছু বলার সুযোগ নাই। আমরা তাকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখব।’

হামলার বিষয়ে জানতে চাইলে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেন বলেন, ‘সন্ধ্যায় আমি বাজার থেকে বাড়ি চলে আসার পর শুনতে পাই সাজ্জাদ ও আকবর মেম্বারের নেতৃত্বে আমার দলীয় অফিসে হামলা-ভাঙচুর করা হয়েছে। এতে আমার অফিসে থাকা একটি টেবিল, ২০টি প্লাস্টিকের চেয়ার ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে তারা।’

হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সকালে কৃষ্ণপুর গ্রামে যুগ্ম সচিব এসেছিলেন তদন্ত করার জন্য। জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে ছিলাম। সে সময় উচ্ছৃঙ্খল মানুষ আমার গায়ে হাত তোলে। তারা হয়তো ভেবেছে আমি কোম্পানির লোকজনের সাথে আছি।’ তার দুই ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সন্ধ্যায় আমি বাজারে ছিলাম না। তাই কী ঘটেছে সঠিক জানি না।’ তবে তার অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, ‘সন্ধ্যায় একটি হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও দুষ্কৃতিকারীদের ধরতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে রয়েছি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’

;

কুষ্টিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুষ্টিয়া
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার দৌলতপুরে সাপের দংশনে সোয়াদ ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বুধবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর একটি সাপে তাকে দংশন করে।

নিহত শিশু সোয়াদ দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী চৌহদ্দিরমাঠ গ্রামের সুখ চাঁদ আলীর ছেলে।

দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম মহি জানান, সোয়াদ তার বাবা-মায়ের সাথে ঘুমিয়ে ছিল। বুধবার দিবাগত রাতে ঘুমের মধ্যে সোয়াদকে কিছু একটা কামড় দেয়। এসময় শিশুটি টের পেয়ে চিৎকার দিলে বাবা-মা ঘুম থেকে জেগে শিশুটির পাশেই একটি সাপ দেখতে পাই। পরে সুখ চাঁদ ঘরে থাকা ধারাল হাসুয়া দিয়ে সাপটিকে কোপ দিলে সাপটি মারা যায়। এরপর সোয়াদকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু হয়। তবে কি প্রজাতির সাপ তা কেউ নিশ্চিত হতে পারেনি বলে জানা গেছে।

এবিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে শিশুটির চিকিৎসা শুরু হয়েছিল। এন্টিভেনম প্রয়োগ চলছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

;