করোনাভাইরাস প্রতিরোধে ট্রেনে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাস প্রতিরোধে ট্রেনে ছিটানো হচ্ছে জীবাণুনাশক, ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাস প্রতিরোধে ট্রেনে ছিটানো হচ্ছে জীবাণুনাশক, ছবি: বার্তা২৪.কম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনে যাত্রী ওঠার আগে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ঢাকা ক্যারেজ ডিপোর বিশেষ উদ্যোগ চালানো হচ্ছে এ কার্যক্রম।

করোনাভাইরাস প্রতিরোধে ট্রেনে ছিটানো হচ্ছে জীবাণুনাশক, ছবি: বার্তা২৪.কম

শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া ট্রেনের ভেতরে ও বাইরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। একই সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনও করা হচ্ছে যাত্রীদের।

বিজ্ঞাপন
করোনাভাইরাস প্রতিরোধে ট্রেনে ছিটানো হচ্ছে জীবাণুনাশক, ছবি: বার্তা২৪.কম

রেলের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) মো. মনিরুজ্জামান মণ্ডল বার্তা২৪.কমকে জানান, ট্রেনে করোনভাইরাস প্রতিরোধে বিশেষ করে হাতলে, সিটে, জানালা-দরজাসহ বিভিন্ন জায়গায় এ জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এর আগে কমলাপুরসহ বিভিন্ন স্টেশনে করোনা প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, কমলাপুর স্টেশনের প্রবেশমুখে বসানো হয়েছে থার্মার স্ক্যানার। রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের জীবাণুমুক্ত রাখতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন
 হ্যান্ড স্যানিটাইজারে হাত পরিষ্কারের পরই ঢুকতে দেওয়া হচ্ছে যাত্রীদের, ছবি: বার্তা২৪.কম

তাছাড়া, সচেতনতা সৃষ্টিতে স্টেশনে স্টেশনে মাইকিং করা হচ্ছে। ট্রেনে যাতায়াত করার আগে যাত্রীদের মাস্ক ব্যবহার করার আহ্বানও জানাচ্ছে কর্তৃপক্ষ।