ঈশ্বরগঞ্জে কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ
বাংলাদেশে করোনাভাইরাসউদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে খাদ্য সঙ্কটে পড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ১১শ’ হতদরিদ্রদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে সোহাগী ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুমন।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে—১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি তেল।
এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক, সোহাগী ও আঠারবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
প্রশাসনের কাছ থেকে খাদ্যসামগ্রী পেয়ে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।
খাদ্যসামগ্রী বিতরণে প্রশাসনকে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা উপজেলার ১১শ’ দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি।
খাদ্যসামগ্রী বিতরণ কমর্সূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।