করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হলো।

নতুন করে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান। করোনা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

মীরজাদী সেব্রিনা বলেন, নতুন করে দেশে ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২০ জন।

বিজ্ঞাপন

আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯৮১ জনের পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৫৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। নতুন আক্রান্ত মিলিয়ে দেশে মোট আক্রান্ত ২১৮ জন।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।

মীরজাদী সেব্রিনা জানান, নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ২১ জন। আক্রান্তদের ৩৯ জন ঢাকা শহরের বাসিন্দা, একজন ঢাকার একটি উপজেলার।