করোনা আক্রান্তদের ৩০ শতাংশ হাসপাতালে চিকিৎসা পেয়েছেন

  বাংলাদেশে করোনাভাইরাস


মনি আচার্য্য, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

  • Font increase
  • Font Decrease

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন আর প্রাণহানি হয়েছে ২৬৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এখন পর্যন্ত ৩ হাজার ৩৬১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। যদিও আক্রান্ত রোগীদের একটি বড় অংশের সুস্থ হয়ে ওঠার সঠিক তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে।

তথ্য না থাকার কারণ হিসেবে সংস্থাটি বলছে, অধিকাংশ করোনা আক্রান্ত রোগী নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাই তাদের সুস্থতার কোনো তথ্য-উপাত্ত অধিদপ্তরের কাছে নেই।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মোকাবিলায় রাজধানীতে ১১টি, প্রতিটি বিভাগে ১টি এবং প্রতিটি জেলায় ১টি করে করোনা বিশেষায়িত হাসপাতাল হয়েছে। হাসপাতালগুলোতে মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের (১২ মে) প্রতিবেদন অনুযায়ী মোট আক্রান্ত রোগীর মাত্র ৩০ শতাংশ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার মঙ্গলবারের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্ত ১৬ হাজার ৬৬০ জন রোগীর মধ্যে ৩ হাজার ৫০০ জন করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এক হাজার ৫০০ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। যা মোট আক্রান্ত রোগীর ৩০ শতাংশ। এদের মধ্যে ৩ হাজারে ১৪৭ জন সুস্থ হয়েছেন ও দুই শতাধিক রোগী মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসান বার্তা২৪.কমকে বলেন, এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৫০০ জন করোনা আক্রান্ত রোগী বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১ হাজার ৫০০ জন চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্ত বাকি ৭০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৬৬০ জন রোগীর বিষয়ে খোঁজখবর নিয়ে জানা যায়, তারা সবাই স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের মধ্যে কত জন সুস্থ হয়েছেন বা তাদের মধ্যে কারো অবস্থা গুরুতর হয়েছে কিনা সে বিষয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো বিভাগের কাছেই নেই।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ও ক্ষীণ উপসর্গ আছে এমন রোগীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে বাড়িতে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে। যা দেশে করোনা আক্রান্ত রোগীদের প্রায় ৭০ শতাংশ। এই ক্ষেত্রে আইইডিসিআর’র চিকিৎসকরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন।

এ বিষয়ে আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বার্তা২৪.কমকে বলেন, আক্রান্তদের মধ্যে যাদের শরীরে উপসর্গ নেই বা কম উপসর্গ রয়েছে তাদের বাড়িতে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে করে হাসপাতালের ওপর চাপ কমে এবং প্রয়োজনে গুরুতর অসুস্থ রোগীরা যেন হাসপাতালে চিকিৎসা পান।

বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থতার তথ্য না থাকার কারণ জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীরা যখন অসুস্থ থাকেন তখন তারা ফোন করে চিকিৎসা পরামর্শ নেন। তবে সুস্থ হয়ে গেলে স্বাস্থ্য অধিদপ্তরকে সেই তথ্য জানান না, এ কারণে তাদের তথ্য দেওয়া সম্ভব হয় না।

অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলেন ২ লাখ ১২ হাজার ৫০৯ জন, যাদের মধ্যে ছাড়া পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ১২১ জন। আর বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪১ হাজার ৩৮৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এখন পর্যন্ত ১২ হাজার ৫৭৫ জন ছিলেন এবং ছাড়া পেয়েছেন ৮ হাজার ৫৮৭ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৩ হাজার ৯৯৭ জন। এছাড়া আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৩৬১ জন।

   

শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আ. লীগের শ্রদ্ধা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও পরে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। সেখানে নেতারা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

  বাংলাদেশে করোনাভাইরাস

;

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ জনজীবন। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এর মধ্যে সিলেটের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া দফতরের নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তা অনুযায়ী শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টার মধ্যে এই ঝড় বয়ে যাওয়ার কথা।

সতর্কবার্তায় বলা হয়, সকাল ৯টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মধ্যরাতে ঘণ্টার বেশি সময়ে বৃষ্টিতে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা ভিজেছে। রাত আটটার পর থেকে নগরে বইতে শুরু করে বাতাস। পরে রাত ১১টার দিকে নামে ঝুম বৃষ্টি।

এছাড়া মে মাসের শুরুতে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সময় সংবাদকে জানান, এপ্রিল জুড়েই থাকবে তাপপ্রবাহ। তবে মে মাসের শুরুতেই সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। এরপরই গরম কমে আসবে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া বার্তায় জানানো হয়, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। 

  বাংলাদেশে করোনাভাইরাস

;

ধানমন্ডির সীমান্ত স্কয়ারে আগুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর ধানমন্ডি এলাকার শপিং মল সীমান্ত স্কয়ারে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুনের তথ্য পাওয়া যায়। ৬তলা শপিং মলের তৃতীয় তলার আর কে ইলেকট্রনিকস নামের একটি মোবাইলের দোকানে আগুন লাগে। আগুনে দোকানটি পুড়ে গেছে। তবে অন্যকোনো দোকানের ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস সদস্যরা ২টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আর ৩টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

মোহাম্মদপুর ও পলাশী স্টেশনের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

  বাংলাদেশে করোনাভাইরাস

;

ভালুকায় ছেলের হাতে বাবা খুন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের ভালুকায় ছেলের হাতে মজিবুর রহমান পান্না (৫৫) নামে এক শিক্ষক খুন হয়েছে। এ ঘটনা ছেলে মারুফ আহমেদ রাব্বীকে (১৮) আটক করছে ভালুকা মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার পূর্ব ভালুকা কোনাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। 

নিহত মজিবুর রহমান পান্না ওই এলাকার মৃত সালামত সরকারের ছেলে এবং সে একই এলাকার মিরকা হাসিনা বানু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক।

ভালুকা মডেল থানা ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, নিহত মজিবুর রহমান পান্না পরিবারকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু পারিবারিক অশান্তি কারণে কিছুদিন পূর্বে তালাক দেন। এর পর থেকেই পরিবারে কলহ বাঁধে। এ ঘটনায় প্রথম স্ত্রীর ছেলে কলেজ পড়ুয়া মারুফ আহমেদ রাব্বির সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাতে থাকা কলম দিয়ে এলোপাথাড়ি আঘাত করে, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মজিবুর রহমান পান্নাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ছেলে রাব্বীকে আটক করেন।

ভালুকা মডেল থানার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনার পর ছেলে রাব্বিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে ।

  বাংলাদেশে করোনাভাইরাস

;