ব্রাজিলের বিশ্বকাপ দলে আলভেস-জেসুস, নেই ফিরমিনো-কৌতিনহো
‘মরুর বুকে বিশ্ব কাঁপে’আসন্ন কাতার বিশ্বকাপের জন্য সোমবার ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল।
ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন কৌতিনহো। ডাক পাননি অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলো। লিভারপুল তারকা রবার্তো ফিরমিনোরও জায়গা হয়নি সেলেসাওদের দলে।
ফিরমিনো-মার্সেলো বাদ পড়লেও বিশ্বকাপ দিয়ে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন দানি আলভেস ও গ্যাব্রিয়েল জেসুস।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন, এদেরসন ও ওয়েভেরতন।
ডিফেন্ডার: দানিলো, দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলেস, ব্রেমের, থিয়াগো সিলভা, মার্কিনিওস ও এদের মিলিতাও।
মিডফিল্ডার: ফাবিনিও, ফ্রেদ, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, এভারতন রিভেইরো ও কাসেমিরো।
ফরওয়ার্ড: নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রাফিনিয়া, আন্তনি, রিচার্লিসন, পেদ্রো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।