মেসিদের বিশ্বকাপ মিশনে দিবালা-ডি মারিয়া
‘মরুর বুকে বিশ্ব কাঁপে’জিওভানি লো সেলসো আগেই ছিটকে গেছেন। ইনজুরি তাকে দর্শক বানিয়ে ছেড়েছে। তবে বিশ্বকাপ জয়ের মিশনে আর কোনো তারকা ফুটবলারকে হারাতে হয়নি আলবিসেলেস্তাদের।
চোট নিয়ে বাদ পড়ার সম্ভাবনা ছিল পাওলো দিবালা ও ডি মারিয়ার। কিন্তু সকল শঙ্কা কাটিয়ে তাদেরকে নিয়েই আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
কাতার বিশ্বকাপের জন্য শুক্রবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা।
আগামী ২২ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবকে মোকাবিলা করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’তে লিওনেল মেসিদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
আর্জেন্টিনার বিশ্বকাপ দল:
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও ফ্রাঙ্কো আরমানি।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো ও জুয়ান ফয়েথ।
মাঝ-মাঠ: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেস ও এক্সকুয়েল প্যালাসিওস।
আক্রমণভাগ: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া ও লিওনেল মেসি।