মেসি বা রোনাল্ডোর হাতে কাপ দেখতে চাই: রুনি
‘মরুর বুকে বিশ্ব কাঁপে’এবারের ফিফা বিশ্বকাপই শেষ বিশ্বকাপ হতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বকালের শ্রেষ্ঠ দুই নক্ষত্র লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কেরিয়ার। এখন প্রশ্ন শেষ বিশ্বকাপ কি জিততে পারবেন এই দুই মহানক্ষত্রের কেউ?
এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে এক মাস। ফুটবল মহাযজ্ঞের শেষ হলেই বোঝা যাবে- এই দুইজন নাকি অন্য কারো হাতে উঠবে ফিফা ট্রাফি!
তবে ইংলিশ ফুটবলের কিংবদন্তি ওয়েন রুনি চান এই বিশ্বকাপ হাতে উঠুক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসির হাতে।
বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ দুই ফুটবলার হিসেবে মানা হয় মেসি এবং রোনাল্ডোকে। রোনাল্ডো দেশের হয়ে যেমন জিতেছেন ইউরো কাপ তেমনই মেসি দীর্ঘ দিনের খরা কাটিয়ে দেশকে এনে দিয়েছেন কোপা আমেরিকা।
রুনি জানান, তিনি খুশি হবেন মেসি বা রোনাল্ডোর মধ্যে কারোর হাতে যদি বিশ্বকাপ ট্রফি ওঠে।
তিনি বলেছেন, আমি নিশ্চিত মেসি এই ধরনের প্রত্যাশা নিয়ে খেলে অভ্যস্ত। নিজের কিংবদন্তির ছাপ ছেড়ে যাওয়ার পরিকল্পনা নিশ্চয়ই ওর মধ্যে রয়েছে। আমি চাইবো হয় মেসি নয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপ জিতুক। আমি নিশ্চিত আর্জেন্টিনাকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করতে যা যা লাগে সব করবে মেসি।
ইংল্যান্ড যদি বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে না পারে তা হলে রুনির নজরে ফেভারিট কে? এই প্রশ্নের জবাবেও তিনি বলেন, মেসি বা রোনাল্ডোর মধ্যে কাউকে বিশ্বকাপ হাতে দেখতে চান। যদি ইংল্যান্ড না পারে আমি চাইব এদের দুই জনের মধ্যে কেউই এক জন জিতুক। ওদের অসাধারণ কেরিয়ারের দুর্দান্ত সমাপ্তি ঘটবে তাহলে।