ভালো সম্পর্ক তবে ওর বন্ধু নই, মেসি প্রসঙ্গে রোনাল্ডো
‘মরুর বুকে বিশ্ব কাঁপে’বিশ্ব ফুটবল এমন প্রতিদ্বন্দ্বিতা হয়ত আগে কখনও দেখেনি। ২০০৯ সাল থেকে চলে আসছে এই মেসি-রোনাল্ডো প্রতিদ্বন্দ্বিতা।এবার এই প্রতিদ্বন্দ্বিতা নিয়েই মুখ খুললেন রোনাল্ডো।
দীর্ঘ এক দশকের সামান্য বেশি সময় ধরেই চলে আসছে এই বিতর্ক। বিশ্ব ফুটবলে কে সেরা? মেসি না রোনাল্ডো? সেই অর্থে কোনও সদুত্তর পাওয়া যায়নি
বিতর্কের সূত্রপাত হয় ২০০৯ সালে। যখন রোনাল্ডো প্রথম ম্যান ইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে আসেন। অন্যদিকে বার্সোলোনার ফরোয়ার্ড লাইনের তারকা তখন লিওনেল মেসি। বার্সোলোনা এবং রিয়াল মাদ্রিদের দ্বন্দ্বও এক দীর্ঘ ইতিহাস। একইসাথে একাধিক রেকর্ড এবং ট্রফি ছুঁয়েছেন দুই তারকা। ফলে, স্বাভাবিক নিয়মেই ভাগ হয়েছিল সমর্থকদের মন। ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়া থেকে খেলার মাঠে।
এবার তাই নিয়ে মুখ খুললেন সিআর সেভেন। এই ৩৭ বছরের পর্তুগিজ অধিনায়ককে এবার খানিক স্মৃতিচারণের সুরেই ফিরিয়ে আনতে দেখা যায় মেসি-রোনাল্ডো প্রতিদ্বন্দ্বিতার সেই কাহিনীকে। এর আগেও একাধিকবার এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তাঁকে মুখ খুলতে দেখা গেছে। এমনকি ব্যালন ডি'ওরের মঞ্চে একে অপরের পাশাপাশি বসে নিজেদের এই প্রতিদ্বন্দ্বিতা এবং তাকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস নিয়ে হালকা সুরে আলোচনা করতেও দেখা গেছে।
এই পর্তুগিজ তারকা সম্মান দিয়ে বললেন, 'মেসি একজন চমৎকার খেলোয়াড়। ও একজন জাদুকর। খেলোয়াড় হিসেবে আমরা ১৬ বছর পাশাপাশি খেলছি। ভেবে দেখুন, ১৬ বছর। ফলে ওর সঙ্গে আমার সম্পর্ক প্রচন্ড ভাল। সেই অর্থে বলতে গেলে আমি একেবারে ওর বন্ধু নই। এমন নয় যে আমাদের রোজ ফোনে কথা হয়। ওকে আমি প্রচন্ড সম্মান করি। মেসি যেমন সম্মানের সঙ্গে আমাকে নিয়ে কথা বলে। সত্যি আমি ওকে খুবই সম্মান করি। এমনকি ওর স্ত্রী এবং আমার বান্ধবীও একে অপরকে খুবই সম্মান করে। এছাড়া আর কি বলবো? সে একজন অসাধারণ ফুটবলার।'
মেসি কী পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়? নির্দ্বিধায় উত্তর দেন সিআর সেভেন। তিনি জানান, হয়ত হ্যাঁ। আমার দেখা শ্রেষ্ঠ খেলোয়াড়।