অনলাইনে ফুটবল বিশ্বকাপ দেখবেন যেভাবে

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই মাঠে গড়াবে ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ।

কাতারে মাসব্যাপী এই আসরে ৩২টি দেশ অংশ নিলেও উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব।

বিজ্ঞাপন

সরাসরি টিভি পর্দায় খেলা দেখার জন্য অধীর হয়ে আছেন দেশের কোটি ফুটবল অনুরাগী। কোন টিভিতে কোন ম্যাচ দেখাবে- তা নিয়ে আগ্রহের কমতি নেই তাদের।

দেশের তিনটি টেলিভিশনে চ্যানেলে দেখা যাবে কাতার বিশ্বকাপ। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ বেসরকারি টি স্পোর্টস ও গাজী টিভি বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

বিজ্ঞাপন

তবে যারা মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে খেলা দেখতে চান। তাদের জন্য থাকছে ডিজিটাল প্ল্যাটফর্ম টফি। এটির অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পাশাপাশি ওয়েবসাইট https://toffeelive.com/ এ ঢুকেও বিনামূল্যে সবগুলো খেলা উপভোগ করা যাবে।