বাজল বিশ্বকাপের বাঁশি, লড়াইয়ে কাতার-ইকুয়েডর
‘মরুর বুকে বিশ্ব কাঁপে’মরুর বুকে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। রোববার নাচ-গান আর নানান দেশের তারকাদের মন মাতানো পারফরম্যান্সে মাতল কাতারের খোর শহরের আল বায়াত স্টেডিয়াম। তারকারদের পারফর্মের কিছুক্ষণ পরই বাজল বিশ্বকাপের বাঁশি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। দুই দেশের লড়াই দিয়ে শুরু হলো গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত- ফুটবল বিশ্বকাপের নতুন আসর। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপ মঞ্চস্থ করার ইতিহাসে পা রাখল কাতার।
মরুর বুকে ফুটবল বিশ্বকাপ- ব্যাপারটা অনেকটা ঠিকভাবে গ্রহণ করতে পারেনি উন্নত দেশগুলো। আয়োজকের দায়িত্ব কাতার পাওয়ার পর থেকেই শুরু হয় নানা সমালোচনা। তবে সব সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন ইতিহাসে পা রাখল কাতার।
সাধারণত ইউরোপ-আমেরিকাতে বিশ্বকাপ ফুটবল শুরু হয় জুন-জুলাইয়ে। কাতার সেই পথে হাঁটেনি। মরুর বুকে প্রচণ্ড গরমের জন্য তারা সিদ্ধান্ত নেয় নভেম্বর-ডিসেম্বরে আয়োজন করার। যেই কথা সেই কাজ। নিজেদের পরিকল্পনা মতোই আজ থেকে বিশ্বকাপ শুরু করল স্বাগতিক দেশ।
আজ থেকে শুরু হয়ে দেশটির লুসাইলে অবস্থিত ৮০ হাজার ধারণক্ষমতার লুসাইল স্টেডিয়ামটিতে হবে এবারের আসরের সবচেয়ে বড় ম্যাচ। আগামী ১৮ ডিসেম্বর সেখানে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। কাতারের পাঁচ শহরের আটটি স্টেডিয়াম জুড়ে চলবে বিশ্বকাপের আয়োজন। যাতে অংশ নেবে ৩২ দল, খেলবে ৬৪টি ম্যাচ।