তিউনিসিয়ার সঙ্গে ড্র করল ডেনমার্ক
‘মরুর বুকে বিশ্ব কাঁপে’কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট ডেনমার্কে রুখে দিয়েছে আফ্রিকার দেশ তিউনিসিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে ২০ ধাপ পিছিয়ে থাকা তিউনিসিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ডেনিশরা।
টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে ছিল ডেনিশদের। প্রায় ৬০ ভাগ বলের নিয়ন্ত্রণ রেখে ১১ বার আক্রমণে যায় তারা। অন্যদিকে ৩৮ ভাগ সময় দখলে রেখেও তিউনিসিয়া আক্রমণ করে ১৩ বার, যার একটি ছিল অনটার্গেট শট।
তবে গোলের সুযোগও আসে তিউনিসিয়ারই। ম্যাচের ২৩ মিনিটে ডেনমার্কের জালে বল জড়ান সিলমানে। কিন্তু সেটি হয়ে যায় অফসাইড।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে প্রথমার্ধে। কিন্তু গোলের দেখা পায়নি দুদল। বিরতি থেকে ফিরেও দুদল রক্ষণ নির্ভর খেলা উপহার দেয়। যদিও তিউনিসিয়া বেশ কয়েকবার আক্রমণে যায়। কিন্তু তাতে লাভ হয়নি। ভাঙতে পারেনি ডেনিশদের গোলবারের দেওয়াল। ফলে শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুদলকে।