পেলের বিশ্বকাপ-রেকর্ডে চোখ এমবাপের
‘মরুর বুকে বিশ্ব কাঁপে’চার বছর আগে রাশিয়া বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন, কাতার বিশ্বকাপে এসে যেন সেখান থেকেই শুরু করলেন কিলিয়ান এমবাপে। আগের বিশ্বকাপে গোল করতেই যেন নামতেন মাঠে, এবারও করেছেন গোল; সঙ্গে গোল করিয়েছেনও।
রাশিয়া বিশ্বকাপের ১৯ বছরের তারুণ্যে দুমড়েমুচড়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে। এবারও সেই ঝাঁঝ দেখা গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিজে করেছেন এক গোল, অলিভার জিরুদের গোলে করেছেন সহায়তাও।
২০১৮ সালের বিশ্বকাপে অভিষেক আসরে নিজে করেছিলেন ৪ গোল। সেবারের রেকর্ড আজ আরেকটু স্ফীত করলেন। এক গোল করে নিজের গোল সংখ্যা নিয়ে গেলেন পাঁচে।
মঙ্গলবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে এমবাপে গোল করেন ম্যাচের ৬৮তম মিনিটে। বাঁ-দিক থেকে তার নেওয়া কোনাকুনি শট লক্ষ্যভ্রষ্ট হলে অন্য পাশে বল ধরে ওসমান দেম্বেলে ক্রস বাড়ান ছয় গজ বক্সে। প্রতিপক্ষের দুজনের মধ্যে লাফিয়ে হেড করেন এমবাপে, বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। এরপর ৭১তম মিনিটে অলিভার জিরুদের গোলে রাখেন ভূমিকা। ফ্রান্স ম্যাচ জেতে ৪-১ গোলে।
২০ ডিসেম্বর ১৯৯৮ সালে জন্ম নেওয়া কিলিয়ান এমবাপের ২৪ পূরণ হবে বিশ্বকাপ ফাইনালের দুইদিন পর। ফাইনাল পর্যন্ত যেতে পারলে তার সামনে থাকছে আরও গোলের সুযোগ। যদিও ২৪ পূরণের আগে বিশ্বকাপে তার চেয়ে বেশি গোল করার কৃতিত্ব আছে মাত্র তিনজন ফুটবলারের। তাদের মধ্যে আছেন সর্বকালের সেরা ব্রাজিলিয়ান ফুটবলার পেলে (৭ গোল), আর্জেন্টাইন ফুটবলার মারিও কেম্পেস (৬ গোল) ও কলম্বিয়ান ফুটবলার হামেস রদ্রিগেস (৬ গোল)।
রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় এমবাপের। প্রথম ম্যাচে গোল না পেলেও পরের ম্যাচে পেরুর বিপক্ষে গোল করেন তিনি। ওই গোল তাকে ফ্রান্সের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার রেকর্ড বুকে স্থান দেয়।
নকআউট পর্বে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারাতে জোড়া গোল করেন এমবাপে, এবং একটি পেনাল্টি আদায় করেন। ১৯৫৮ সালে পেলের পর দ্বিতীয় কমবয়েসি ফুটবলার হিসেবে বিশ্বকাপে জোড়া গোল করে তিনি রেকর্ডের ভাগিদার হন। এরপর ফাইনালেও গোল করে একইভাবে পেলের পর দ্বিতীয় কমবয়েসি ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার রেকর্ডের অংশীদার হন।
২০১৮ বিশ্বকাপে কিলিয়ান এমবাপে বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড পান।
২৪ বছর পূরণের আগে কিলিয়ান এমবাপে কি পারবেন ফুটবল-সম্রাট পেলের রেকর্ড ভাঙতে কিংবা আরও কাছে যেতে; সময়ের কাছে আর উত্তর নিশ্চয়!