গত শতকের আশির দশকে বাংলা কথাসাহিত্যে নাসরীন জাহানের জমকালো আবির্ভাব। একের পর এক সফল উপন্যাস তাঁকে উভয় বাংলায় বোদ্ধা পাঠকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। উপন্যাস ‘উড়ুক্কু’র জন্য পান ফিলিপস পুরস্কার। বাংলা একাডেমি পুরস্কার পান সামগ্রিক সাহিত্যকর্মের জন্য। তাঁর উপন্যাস নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আলোচনা করেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কথাসাহিত্যে খ্যাতির শীর্ষে অবস্থান করেই ক্ষ্যান্ত নন। সম্প্রতি লিখছেন কবিতা। এবার বইমেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মদের গেলাসে নাচে বরফের ওম’ এবং একই প্রকাশনা থেকে প্রকাশিতব্য তাঁর নতুন উপন্যাস ‘সূর্যাস্তের শেষ রঙ’। কথা বলেছেন বইমেলা উপলক্ষে বার্তার বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ।