কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক আন্দালিব রাশদী এদেশের সেইসব বিরলপ্রজ লেখকদের একজন যাঁরা লিখে উপার্জিত টাকায় সংসার চালান। সারা বছরই লেখেন দুহাত ভরে। সেসব লেখা নিয়মিতভাবে বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত হয়।

আন্দালিব রাশদীর পঠন-পাঠন ও জানাশোনা এতই সর্বব্যাপ্ত যে তাঁর হাতে যে কোনো ফরমায়েসী লেখাও হয়ে ওঠে একেকটি যথার্থ মননশীল রচনা। তাঁর সৃজনশীল লেখালেখির বিচরণক্ষেত্র মূলত উপন্যাস ও গল্প। অনুবাদে সিদ্ধহস্ত আন্দালিব রাশদীর বিষয়-নির্বাচন বরাবরই চমকপ্রদ ও তাৎপর্যপূর্ণ।

এবারের বইমেলায়ও একাধিক প্রকাশনা সংস্থা থেকে গল্প, উপন্যাস, প্রবন্ধ ও অনুবাদ মিলিয়ে আন্দালিব রাশদীর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে ও হতে যাচ্ছে। আজকের ‘বইপ্রহর’-এ থাকছে সেইসব বইয়ের খবর।