স্বকৃত নোমানের মূল মনোযোগ উপন্যাস কেন্দ্রিক, তবে মাঝেমাঝে তিনি গল্পও লেখেন। শুধু তাই নয়, তিনি মনে করেন, লেখার হাতকে চালু রাখার জন্য গদ্যকারকে প্রচুর লিখতে হবে। ফলে ননফিকশন রচনার দিকেও তিনি ঝুঁকে পড়েন৷ এবারের বইমেলায় স্বকৃত নোমানের নতুন কোনো উপন্যাস প্রকাশিত হচ্ছে না। বরং মাঝেমাঝে লেখা ১৪টি গল্পের একটি সংকলন ‘বানিয়াশান্তার মেয়ে’ পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে বেরিয়েছে। নতুন সংস্করণে এসেছে আগে প্রকাশিত দুটি উপন্যাস৷ থাকছে তাঁর গবেষণালব্ধ ‘মুসলিম মনন ও মণীষাঃ অগ্রনায়কেরা’ নামে একটি ননফিকশনও৷ নতুন-পুরাতন মিলে এবারের বইমেলায় কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক স্বকৃত নোমানের ৫ বই নিয়ে আজকের ‘বইপ্রহর’।