ফরিদ কবির প্রচলিত কবিতা রচনার মাধ্যমে যাত্রা শুরু করলেও পরবর্তীকালে ক্রমাগত নিরীক্ষায় তিনি ও তাঁর বন্ধুরা বাংলা কবিতাকে নিয়ে যান এক নতুন গন্তব্যের দিকে। আশির দশকে নিজস্ব কাব্যভাষাণ্বেষী একদল কবি যাদের সচেতন বাছ-বিচার দীর্ঘমেয়াদে প্রভাব ফেলেছিল বাংলাদেশের তৎপরবর্তী ভাষা-সাহিত্যে, তিনি তাঁদের মধ্যে অন্যতম। দেশভাগোত্তর দুই বাংলার কবি লেখকদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ পুনর্গঠনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ ও সাংগঠনিক। এবার বইমেলায় তাঁর প্রেমের কবিতার সংকলন ‘প্রেমমন্ত্র’ পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিতব্য। স্বনামধন্য ৩১ জন শিল্পীর পেইন্টিংকে বাঁপাশে রেখে বইটিতে স্থান পাওয়া কবিতার সংখ্যাও ৩১টি। এছাড়া অনন্যা ও আগামী প্রকাশনীর স্টলে মিলবে যথাক্রমে ফরিদ কবিরের কবিতাসংগ্রহ ‘আমার কবিতা’ এবং আত্মজৈবনিক বই ‘আমার গল্প’। মেলায় ফরিদ কবিরের বইগুলো নিয়ে আজকের বইপ্রহর