নাট্যকার ও এবছর গবেষণায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক সাইমন জাকারিয়া বাংলাদেশের ইন্টেনজিবল কালচারাল হেরিটেজের এথনোগ্রাফিক গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলার ভাষা-সাহিত্য-সংস্কৃতি-সংগীতনৃবিদ্যা-কৃত্যমূলক পরিবেশনরীতি বিষয়ে একাডেমিক বক্তৃতা প্রদান করেছেন ইউনিভার্সিটি অব শিকাগো, ইউনিভার্সিটি অব ওয়াশিংটন, টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, সাপিয়েন্সিয়া-হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অব ট্রান্সেলভিয়াতে। তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘শুরু করি ভূমির নামে’ আমেরিকা ইউনিভার্সিটি অব শিকাগোর সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়। এছাড়া, ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ে সাইমন জাকারিয়ার রচিত ‘বোধিদ্রুম’ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে। এবারের বইমেলায় প্রকাশিত গুণী এই লেখকের রচিত ও সম্পাদিত গ্রন্থ এবং জার্নালের খোঁজ থাকছে আজকের ‘বইপ্রহর’-এ