পিয়াস মজিদ তরুণ প্রজন্মের একজন কবি ও গদ্যকার। কবিতা রচনার মধ্য দিয়ে লেখালেখি শুরু। পাশাপাশি গল্প, প্রবন্ধ, ছড়া, গদ্য ও কলাম প্রভৃতি বিষয়ে নিয়মিত লিখে চলেছেন। ২০০৯ সালে প্রথম কবিতাগ্রন্থ নাচপ্রতিমার লাশ প্রকাশিত হয়। প্রথম বইয়েই তিনি কবিতায় দীর্ঘপথ চলার স্বাক্ষর রাখেন। পিয়াস মজিদের কবিতায় মূর্ত-বিমূর্তের সংযোগ ঘটে। প্রথম বইয়ের পর বেরিয়েছে তার আরো অনেকগুলো বই, নিজেকে বিস্তৃত করেছেন সাহিত্যের বিবিধ শাখায়। লিখছেন গল্প, উপন্যাস, ভ্রমণগদ্য। সম্পাদনা করেছেন গুরুত্বপূর্ণ অনেক বই। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার ২০১২। কবিতা ও গদ্য মিলিয়ে পরিশ্রমী এই তরুণ সাহিত্যিকের বেশ কিছু নতুন বই প্রকাশিত হয়েছে এবারের মেলায়। আজকের বইপ্রহর-এ থাকছে সেইসব বইয়ের খোঁজ