সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্ম ১৯৫৮ সালে। কবিতা, কথাসাহিত্য ও গবেষণাসহ সাহিত্যের সব শাখাতেই নিজেকে বিস্তৃত করেছেন তিনি। কবিতায় ব্যক্তিক অভিজ্ঞতাকে পাঠকের অভিজ্ঞতা করে তুলতে পারেন, সত্তরের হাহাকার-বিদ্রোহ পেরিয়ে প্রায় সব রাজনৈতিক পটপরিবর্তন ধরা দিয়েছে তাঁর কবিতায়। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে সাহিত্য, সম্পাদনা এবং গবেষণায় রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ কাজ। এর মধ্যে যুদ্ধশিশুর জীবনযুদ্ধ, মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধ: নির্বাচিত ছড়া, বঙ্গবন্ধুকে নিবেদিত ১০০ কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ ছড়া ও শিল্প-সাহিত্যে শেখ মুজিব তাঁর উল্লেখযোগ্য কাজ। এবারের বইমেলায় প্রকাশিত ও প্রকাশিতব্য নিজের বেশ কটি বই এবং বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর গবেষণা কাজের অভিজ্ঞতা বিষয়ে কথা বলেছেন আজকের ‘বইপ্রহর’-এ।