কবি, চিন্তক, সমালোচক ও সম্পাদক সাখাওয়াত টিপুর জন্ম ১৯৭১ সালে সন্দ্বীপ, চট্টগ্রামে। প্রথম কবিতার বই ‘এলাহি বরষা’ প্রকাশিত হওয়ার পর থেকে তাঁর কবিতা বাংলা কবিতার স্বতন্ত্র স্বর হিসেবে চিহ্নিত। তাঁর উল্লেখযোগ্য দুটি সম্পাদনা এবং গবেষণাগ্রন্থ—কার্ল মার্কসের ধর্ম, নভেরার রূপ। সম্প্রতি তাঁর কবিতা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষায় অনূদিত হচ্ছে। এর মধ্যে রয়েছে স্পেনিশ, ইতালিয়ান, সার্বিয়ান, স্লোভানিয়ান ও ইংরেজি। আট বছর পর এবারের বইমেলায় এসেছে তাঁর নতুন কবিতার বই রাজার কঙ্কাল। সদ্য প্রকাশিত বইটি, আন্তর্জাতিক পরিসরে তাঁর ছড়িয়ে পড়াসহ আরো বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বার্তা২৪-এর বইমেলা উপলক্ষে বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ