আনিসুল হক। হুমায়ূন আহমেদ-পরবর্তী জনপ্রিয় কথাসাহিত্যের গুণগত মান ধরে রেখেছেন একহাতে। এখন পর্যন্ত তাঁর সবচেয়ে আলোচিত কাজ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মা’। এছাড়া বীর প্রতীকের খোঁজে, নিধুয়া পাথার, আয়েশামঙ্গল, খেয়া, ফাঁদ, বেকারত্বের দিনগুলিতে প্রেম তাঁর পাঠকনন্দিত লেখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য। বহুরৈখিক প্রতিভার অধিকারী আনিসুল হক চলচ্চিত্রজগতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সাম্প্রতিক সময়ে বিশেষভাবে আলোচিত তাঁর—‘যারা ভোর এনেছিল’, ‘ঊষার দুয়ারে’, ‘আলো আঁধারের যাত্রী’, ‘এইখানে আলো জ্বেলে’-র পর এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুকে ঘিরে ইতিহাস-নির্ভর এই সিরিজের পঞ্চম উপন্যাস—‘এখানে থেমো না’। কথাসাহিত্যে ব্যস্ততার কারণে আনিসুল হকের কবিখ্যাতি কিছুটা ম্লান হলেও কবিতাকে ধারণ করেন অস্থিমজ্জায়। মেলায় এসেছে তাঁর ৯টি কাব্যগ্রন্থের সংকলন ‘কবিতা সমগ্র’। শুধুমাত্র কবি হবার জন্য ঢাকায় এসে আরো বহু কিছুতে জড়িয়ে পড়া এই গুণি লেখককে নিয়ে আজকের ‘বইপ্রহর’