প্রথম কাব্যগ্রন্থ ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প ২০০১ সালে প্রকাশিত এবং এবার ১৯ বছর পর বইমেলায় প্রকাশিত হলো দ্বিতীয় কাব্যগ্রন্থ পৃথিবী এলোমেলো সকালবেলায়। কয়েক বছর আগে কাফকার রচনাসমগ্র অনুবাদ করে ফের আলোচনায় আসেন। তারপর গত বছর তাঁর প্রথম উপন্যাস আগস্ট আবছায়াও বোদ্ধা পাঠকমহলে প্রশংসিত হয়।
এ বছর প্রকাশিতব্য তাঁর দ্বিতীয় উপন্যাস আলথুসার। কবিতা, কথাসাহিত্য ও অনুবাদে সিদ্ধহস্ত মাসরুর আরেফিনের জন্ম ১৯৬৯ সালে খুলনায়।
পড়াশোনা করেছেন বরিশাল ক্যাডেট কলেজ এবং আলীগড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন-এ। পেশাগত জীবনে তিনি সিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বপালন করছেন। মেধাবী এই সব্যসাচী লেখককে নিয়ে আজকের বইপ্রহর।