প্রথম বই শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ (২০০০) প্রকাশের পর থেকেই পাঠক এবং সমালোচকমহলে নিজস্ব কবিতা-ধরনের জন্য তিনি বিশিষ্ট। প্রশংসিত হয়েছে পরবর্তীতে প্রকাশিত কবিতার বইগুলোও। তারপর দীর্ঘ বিরতি নিয়ে এই বইমেলায় প্রকাশিত হলো মারজুক রাসেলের নতুন কবিতার বই ‘দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর’। কবিতা ছাড়াও চলচ্চিত্র এবং টিভি নাটকে সক্রিয়। তাঁর লেখা গান গেয়েছেন নব্বই দশকের বিখ্যাত সব ব্যান্ড তারকারা। নতুন প্রকাশিত বই এবং নিজের লেখালেখি প্রসঙ্গে মারজুক রাসেল কথা বলেছেন ‘বইপ্রহর’-এ