বাংলাদেশে বিজ্ঞান বিষয়ক লেখাকে জনপ্রিয় করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করছেন ফারসীম মান্নান মোহাম্মদী। তাঁর লেখা বিজ্ঞানসংশ্লিষ্ট পাঠকমহলে জনপ্রিয়—পাশাপাশি ভাষায় সাহিত্যগুণের কারণে সাহিত্যের পাঠকদেরও বিজ্ঞানের বিষয়ে আগ্রহী করে তুলতে পারঙ্গম। পেশায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিজ্ঞান নিয়ে গবেষণার পাশাপাশি এসংক্রান্ত বিভিন্ন সংগঠনের সাথেও সক্রিয়। বিজ্ঞান আন্দোলন ও জ্যোতির্বিজ্ঞান-চর্চায়ও জড়িত তিনি। বইমেলায় চৈতন্য থেকে এসেছে তাঁর—‘পরমাণু বিদ্যুতের দিগ্বিজয়’ নামে সম্পাদিত ও অনূদিত একটি বই এবং শিশু-কিশোরদের উপযোগী বই ‘একটাই পৃথিবী’ বের করেছে প্রকৃতি-পরিচয়। নিজের বিজ্ঞান চর্চা ও এসংক্রান্ত লেখালেখি প্রসঙ্গে কথা বলেছেন বইপ্রহর-এ