কবি ও কথাসাহিত্যিক সুমন রহমানের জন্ম ১৯৭০ সালে, ভৈরব। প্রথম কাব্যগ্রন্থ ‘ঝিঁঝিট’—তাঁর তৎকালীন ঈশান জয়দ্রথ ছদ্মনামে প্রকাশিত হয় এবং দুষ্প্রাপ্যতাবশত কালক্রমে মিথে পরিণত হয়। তবে প্রাথমিকভাবে বইটি সাহিত্যের বোদ্ধামহলে তাঁকে স্বীকৃতি এনে দিয়েছিল। দ্বিতীয় বই ‘সিরামিকের নিজস্ব ঝগড়া’ ২০০৮ সালে প্রকাশিত হলেও বাঁধাইজনিত প্রমাদের কারণে বইমেলা থেকে তুলে নেওয়া হয় এবং তারপর থেকে নিখোঁজ থাকে। এবার বইমেলায় প্রকাশিত তাঁর ‘নির্বাচিত কবিতা’ মূলত হারিয়ে যাওয়া বই দুটির পুনরুদ্ধার প্রকল্প। সুমন রহমানের নির্বাচিত কবিতা প্রকাশ করেছে উড়কি। কবিতার বইয়ের দীর্ঘ অনুপস্থিতি এবং ইতোমধ্যে কথাসাহিত্যে তাঁর ঈর্ষণীয় প্রতিষ্ঠালাভ—এই প্রজন্মের পাঠকদের কাছে তাঁকে শুধুমাত্র কথাসাহিত্যিক হিসেবেই পরিচয় করিয়ে রেখেছিল। এবার প্রকাশিত ‘নির্বাচিত কবিতা’ তাই সুমন রহমানকে নতুন করে আবিষ্কারের আমন্ত্রণ। কথা বলেছেন ‘বইপ্রহর’-এ