সোহেল হাসান গালিবের জন্ম ১৯৭৮ সালে, টাঙ্গাইল। প্রথম বই চৌষট্টি ডানার উড্ডয়ন (কবিতা) [সমুত্থান ২০০৭] প্রকাশের পরই সাহিত্যের বোদ্ধা মহলে স্বতন্ত্র স্বর-আঙ্গিকের কবি হিসেবে চিহ্নিত হন। এরপর একে একে বেরোয় দ্বৈপায়ন বেদনার থেকে [শুদ্ধস্বর ২০০৯], রক্তমেমোরেন্ডাম [ভাষাচিত্র ২০১১], অনঙ্গ রূপের দেশে [আড়িয়াল, ২০১৪] এবং তিমিরে তারানা [অগ্রদূত ২০১৭]। তার কবিতায় ইতিহাসের অন্তসারের সাথে বোঝাপড়ার পাশাপাশি দেশ-কালের মাঝে ব্যক্তিক সত্তার অন্যতর মানে খোঁজার প্রয়াস লক্ষণীয়। তাঁর একমাত্র প্রবন্ধের বই বাদ-মাগরিব (ভাষা-রাজনীতির গোপন পাঠ) [অগ্রদূত ২০১৮]। সম্পাদনা করেছেন, শূন্যের কবিতা (প্রথম দশকের নির্বাচিত কবিতা) [বাঙলায়ন ২০০৮], কহনকথা (সেলিম আল দীনের নির্বাচিত সাক্ষাৎকার) [শুদ্ধস্বর ২০০৮]। এই বইমেলায় বাতিঘরের সহযোগী প্রকাশনা কবিতাভবন থেকে বের হয়েছে তাঁর ৬ষ্ঠ কবিতার বই ‘ফুঁ’। কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ