আলতাফ শাহনেওয়াজের জন্ম ১৯৮১ সালে, ঝিনাইদহ শহরে। তিনি প্রথমে নির্লিপ্ত নয়ন নামে লিখতেন। এই নামেই তাঁর প্রথম বই ‘রাত্রির অদ্ভুত নিমগাছ’ (ঐতিহ্য, ২০১১) বের হয়েছিল। বইটি তখন পাঠক এবং সমালোচকদের মধ্যে সাড়া ফেলে। তাঁর দ্বিতীয় বই ‘আলাদিনের গ্রামে’ (চৈতন্য, ২০১৬) থেকে তিনি আলতাফ শাহনেওয়াজ নামে থিতু হন। সনেটে লেখা এই বইটিও ব্যাপক সাড়া ফেলে। তাঁর তৃতীয় কবিতার বই ‘কলহ বিদ্যুৎ’ (কবিতাভবন, ২০১৯) এই বইটিতে নিজের কাব্যযাত্রায় অন্যদিকে মোড় নেন তিনি। এতে একটি দীর্ঘ কবিতা যুক্ত করার পাশাপাশি, পাঠকদের সাথে আরো সহজ যোগাযোগ গড়ে তুলতে আগ্রহী হন। এই ধারাবাহিকতায় এবার বইমেলায় প্রকাশিত হয়েছে ক্ষমতা ও রাষ্ট্র-সমাজের সঙ্গে ব্যক্তির আপোষ-বিদ্রোহ—শ্রেণী বৈষম্যও যেখানে বড় ভূমিকা নিয়ে আছে—এবং সামগ্রিকভাবে বর্তমান সময়কে উপজীব্য করে লেখা তাঁর চতুর্থ কবিতার বই ‘সামান্য দেখার অন্ধকারে’। বইটি দীর্ঘ কবিতার।
তিনি নাটকও লেখেন, তাঁর রচিত ‘নৃত্যকি’র জন্য পেয়েছেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার (২০১৭)। বার্তা২৪.কমের বিশেষ আয়োজন বইপ্রহরে তিনি কথা বলেছেন তাঁর নতুন দীর্ঘ কবিতার বই এবং আরো বিভিন্ন বিষয়ে।