মাম্পি দত্তের জন্ম ১৯৮৮ সালে। তিনি তাঁর স্কুলে পড়া বয়সে প্রথম কবিতাটি লিখেছিলেন। এরপর যখন পরিণত বয়সে তাঁর কবিতা বিভিন্ন পত্রিকা এবং অনলাইন পোর্টালে প্রকাশিত হতে থাকে, সেগুলো বোদ্ধা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। কবিতায় তিনি জীবনের গভীর মর্মকে স্পর্শ করেন। তাঁর উপলব্ধিকে বাংলা কবিতার ঐতিহ্যিক ধারা মেনে নিজস্ব আঙ্গিকে প্রকাশ করেন তিনি। তাঁর ভাষা স্মার্ট, তীক্ষ্ণ এবং অতিকথন মুক্ত কিন্তু পাঠকদের সাথে সহজ যোগাযোগ গড়ে তোলার ক্ষমতাসম্পন্ন। কবিতায় আসার দীর্ঘকাল পর এবার বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর প্রথম কবিতার বই ‘মেঘমল্লার’। বার্তা২৪.কমের বিশেষ আয়োজন বইপ্রহরে তিনি কথা বলেছেন নতুন বই ‘মেঘমল্লার’ এবং আরও বিভিন্ন বিষয়ে।