কবি ও নির্মাতা গৌতম কৈরীর জন্ম ৯ আগস্ট ১৯৮৪। পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়এর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। তাঁর প্রথম কবিতার বই ‘অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য’ প্রকাশিত হয় ২০০৬ সালে। দ্বিতয়টি ১১ বছর পর ‘দৃশ্যের ভিতর দিয়ে যাই’ বেরিয়েছিল ২০১৬ সালে। তিনি কবিতাকে পৃথক করতে চান না ছবি থেকে কিংবা ছবিকে কবিতা থেকে। নির্মাণ শুরু করেন ছোটছবি ‘রঙপেন্সিল’ দিয়ে। এরপর দীর্ঘ সময় ধরে নির্মাণ করেছেন টেলিভিশন ফিকশন। সম্প্রতি শুরু হয়েছে তাঁর প্রথম চলচ্চিত্রের কাজ। এবার বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর তৃতীয় কবিতার বই ‘মৃত শহরের শেষ দৃশ্য’। নতুন প্রকাশিত বইটি নিয়ে কথা বলেছেন বইমেলা উপলক্ষে বার্তা২৪-এর বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ