নীহার লিখনের কবিতা তাঁর ব্যক্তিত্বের মতো। যেমন অর্থকে ধারণ করতে চান এই কবি তেমনি অনর্থকেও। একটা সুপ্ত উদাসীনতার মাঝে এই বিশ্বসমাজকে নিজের ভেতর ধারণ করতে চায় তাঁর কবিতা। তাই প্রচলিত রূপ এবং রূপক বদলে যায়। বদ্ধবৃত্ত থেকে মুক্ত হয়ে বহু অর্থের দিকে বেরিয়ে পড়ে। এই বইমেলায় প্রকাশিত তাঁর নতুন কাব্যগ্রন্থ ‘পিনাকী ধনুক’ নিয়ে কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ।