দেবদুলাল মুন্নার গদ্য কাব্যতাড়িত। তাঁর গল্পে-উপন্যাসের চরিত্ররা আমাদের পরিচিত চারপাশ থেকেই উঠে আসে কিন্তু ধারণ করে গভীর জীবনবোধ। বাস্তব-অধিবাস্তবের দিকে নিয়ে যান তিনি তাঁর পাঠকদের। ফলে সাহিত্যপাঠের অভিজ্ঞতায় পাঠকরা আরো একটু জীবনের গভীরে ঢোকেন, তলিয়ে দেখেন জীবন ও বাস্তবতার ফাঁদগুলো। এবার বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর বিশ্বসাহিত্য বিষয়ক গদ্যের বই ‘বিশ্বসাহিত্যের আখড়া রিপাবলিক’। ননফিকশন এই বইটি নিয়ে কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ।