তামিম ইয়ামীনের প্রথম কবিতার বই প্রায় প্রেম তাঁর জন্মগ্রাম বিষ্ণুপুর এবং সেই গ্রামকে ঘিরে থাকা গারো পাহাড় আর সোমেশ্বরী নদীর স্মৃতি-বিস্মৃতিকে ধরে আছে। আর উৎসে ফিরে না আসার যে বিষণ্নতা, যে গল্প, সেসবকে তামিম ইয়ামীন কবিতায় ধরতে চেয়েছেন এই সময়ের ভাষায়-চিন্তায়। তাই তিনি বাংলাদেশ নামক এক বৃহৎ গ্রামে কিংবা শহরে ঢুকে পড়েন, আর সবকিছুর মূলে লুকোনো অব্যক্তকে তুলে আনেন। এবারের বইমেলায় প্রকাশিত তাঁর প্রথম কবিতার বই প্রায় প্রেম নিয়ে তামিম ইয়ামীন কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‌‌‘বইপ্রহর’-এ