স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করা সাগুফতা শারমীন তানিয়ার কথাসাহিত্য ও নানা বাঁক ঘুরে একটি কেন্দ্রবিন্দুতে উপস্থিত করে পাঠককে। সাগুফতা শারমীন তানিয়ার ইতিহাস-সচেতনতা তাঁর গল্প ও উপন্যাসের চরিত্রদের ঋদ্ধ সংবেদনশীলতায় বিশিষ্ট করে। বাংলা সাহিত্যের চিরায়ত রচনাসমূহের সাথে গভীর বোঝাপড়ার পরেই নিজস্ব ভাষা-আঙ্গিকে তিনি লিখতে শুরু করেছিলেন, সেই নিজস্বতা অর্জনের দিকে এখনো তিনি অবসরহীন। কথাসাহিত্যে অবদানের জন্য এ বছর পেয়েছেন বাংলা একাডেমি সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার। কথা বলেছেন বইমেলা উপলক্ষে বার্তা২৪-এর বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ