মাজেদুল নয়ন ভ্রমণগদ্যে বিশিষ্টতা দেখিয়েছেন ইতোপূর্বে প্রকাশিত তাঁর দুটি বইয়ে। সম্প্রতি তিনি মনে করছেন কিশোরদের মনঃস্তত্ত্ব বুঝে তাদের জন্য উপন্যাস লেখা হয়েছে খুব কম। এই আক্ষেপ থেকে কিশোরদের জন্য একটি উপন্যাস লেখার প্রয়োজনীয়তা বোধ করেন। এই বইমেলায় এসেছে সেই আক্ষেপ থেকে জন্ম নেওয়া কিশোর উপন্যাস ‘হাউজ টিউটর’। বইটি নিয়ে তিনি কথা বলেছেন বার্তা২৪-এর বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ