তাঁর বিশ্লেষণ ক্ষমতা পাঠকদের বিস্মিত করে। জাতিসত্তার লুকোনো স্বপ্নকে তিনি তাঁর উপন্যাসে, গল্পে, প্রবন্ধে ফ্রেমবদ্ধ করে রাখেন। আগ্রহী পাঠক সেই স্বপ্নে নিজেকেই দেখতে পান। এ যেন পাখিদের রাজা সিমুর্গকে আবিষ্কার করতে ঝড়ো সমুদ্র অতিক্রম করে পাখিদের নিজেকেই সিমুর্গ হিসেবে জানার মতো। শ্রেণীবর্গের রাজনীতির অতীত এবং সাম্প্রতিক রূপ বদলের ভেতর দিয়ে তাঁর উপন্যাস আমাদের যেন শাশ্বতকেও প্রশ্নবিদ্ধ করা যায় এই উপলব্ধিতে পৌঁছে দেয়। আসিফ নজরুলের প্রবন্ধ-প্রতিবেদন গ্রন্থ: ১/১১ সুশাসন বিতর্ক, যুদ্ধাপরাধীর বিচার: জাহানারা ইমামের চিঠি, উপন্যাস: নিষিদ্ধ কয়েকজন, উধাও, অন্যপক্ষ, তাদের একটি রাত, অসমাপ্তির গল্প, বেকার দিনের প্রেম—বইগুলোতে এসব ধরা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক ঘটনাবলীকে অপ্রচল দৃষ্টিকোণ থেকে দেখা-জানা-বোঝার ক্ষমতাসম্পন্ন। এবারের বইমেলায় প্রকাশিত তাঁর নতুন তিনটি বই নিয়ে কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ