কামরুল হাসান শায়ক প্রকাশনা শিল্পের সাথে যুক্ত গত দুই দশক ধরে। তাঁর প্রতিষ্ঠিত পাঞ্জেরী দেশের প্রথম সারির প্রকাশনা প্রতিষ্ঠান। তিনি একজন শিশুসাহিত্যিকও। শিশু-কিশোরদের জন্য নিয়মিত লিখছেন ও চাররঙা অলঙ্করণে তা ছাপাচ্ছেন। সম্প্রতি প্রকাশনা ও মুদ্রণ শিল্পের ওপর তাঁর একটি সিরিজ কাজ প্রকাশকমহলে সেগুলোর প্রায়োগিক কার্যকারিতার জন্য প্রশংসিত হচ্ছে। প্রকাশনা সিরিজ বিষয়ক ছয় খণ্ডের এই প্রকল্পের প্রথম দুটি বই ‘মুদ্রণশৈলী’ ও ‘পাণ্ডুলিপি’র পর এবার বইমেলায় আসছে ‘পুস্তক’ নামে তৃতীয় বইটি। কথা বলেছেন বইমেলা উপলক্ষে বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ