শোয়াইব জিবরানের কবিতা আপাত সহজ-সরল ভাষায় গভীর অর্থ-অনর্থকে ধারণ করে। একটা মহাকাব্যিক ঢঙ আছে তাঁর লেখায়। আছে কবিতার পরম্পরা নিয়ে জ্ঞান, তাই তাঁর কবিতা নতুন। তাঁর কবিতায় এসে মিথ, লোকপুরাণ, ধর্মগ্রন্থ একাকার হয়ে যায়। শোয়াইব জিবরান একজন গবেষকও। কমলকুমার মজুমদারের সাহিত্য নিয়ে গবেষণাগ্রন্থ ‌‘কমলকুমার মজুমদারের উপন্যাসের করণকৌশল’-এর পর এবার বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদিত ‘কমলকুমার চরিতম্’। এছাড়া বেরিয়েছে তাঁর কবিতাসংগ্রহ ‘প্রাচীন পুঁথির পৃষ্ঠা হতে’। কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ