সালাহ উদ্দিন শুভ্র পাঠকদের নিয়ে এক অদেখা পৃথিবীর দিকে বেড়িয়ে পড়েন। সেখানে তিনি তদন্ত চালান অব্যক্তের। তাঁর গদ্য প্রাঞ্জল, অতিকথনের ভারমুক্ত, সাবলীল। তাঁর গল্প, উপন্যাসের চরিত্ররা জানা পরিসর থেকেই আসে, তবে অন্যরকম এক গন্তব্যের ধারণা নিয়ে। এই বইমেলায় প্রকাশিত তাঁর প্রথম সায়েন্স ফিকশন নিয়ে কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ