সাব্বির জাদিদের উপন্যাস ঐতিহাসিক ঘটনাবলি এবং ব্যক্তিত্বদের পুঙ্খানুপুঙ্খভাবে জানার একটা নির্ভরযোগ্য মাধ্যম হতে পারে। উপন্যাসের সামগ্রিক রূপ-রসায়ন বজায় রেখে তিনি একটি জনজাতির ক্ষয়, সমৃদ্ধি ও ক্ষমতাকে ফুটিয়ে তোলেন আশ্চর্য কুশলতায়। ইসলাম সম্পর্কে পাণ্ডিত্য তাঁর কথাসাহিত্যে যোগ করেছে নতুন মাত্রা। এই বইমেলায় প্রকাশিত তাঁর নতুন উপন্যাস ‘পিতামহ’—মহানবীর (সাঃ) পিতামহ আবদুল মুত্তালিবের জীবনী ও তৎকালীন আরব জাহেলি সমাজের প্রেক্ষাপটে রচিত। কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ