মেহেদি রাসেলের কবিতায় এই সময়কে পাওয়া যায়। যাপনের যন্ত্রণা এবং অবরোধের অন্তর্নিহিত ব্যাখ্যায় নিবিষ্ট এই কবি। বাংলার প্রকৃতির একটা সরল রেখাচিত্র ভাসে তাঁর কবিতায়। সহজ, স্বাভাবিক একটা ভাষায় তিনি ফ্রেমবদ্ধ করে রাখেন তাঁর প্রেম-অপ্রেম। এই মেলায় প্রকাশিত তাঁর নতুন কবিতার বই ‘তোমার দিকে যাই’। কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ